Victory Day: মৌলভীবাজারে বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪ মৌলভীবাজারে বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে, পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা এর নেতৃত্বে মৌলভীবাজার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ ১৬ই ডিসেম্বর সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে, পুষ্পস্তবক অর্পণের পর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত গণকবরে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ শামসুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন। এছাড়াও, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: জাতীয় দিবসবিজয় দিবসমৌলভীবাজারশ্রদ্ধাঞ্জলিসিলেট নিউজ১৬ ই ডিসেম্বর