শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪ শ্রীমঙ্গল প্রতিনিধি: সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গত রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। মসক নিধন কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন;- শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ কাজী মো. আব্দুল করিম ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন,’প্রতিবছরের মতোই এবারও আমরা মশক নিধন কর্মসূচি শুরু করেছি। শহরের নতুন বাজার এলাকার মাছ বাজার,কাঁচা বাজার, মুদি মালের বাজারে ও ড্রেন গুলোতে মশার ঔষধ ফগার মেশিন দিয়ে স্প্রে করেছি। মশার উৎপাত থেকে পৌরবাসীকে স্বস্তি দিতে এ কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে পরিচালনা করা হবে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ‘। শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুসাম্মৎ শাহিনা আক্তার বলেন,’ সারা দেশের ন্যায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় মশার ওষুধ ছিঁটানো কার্যক্রম শুরু করা হয়েছে। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি।পৌরসভার কর্মকর্তা ও প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। মশার ঔষধ ছিটানোর কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির-উঠান,আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। এর আগেও শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু দায়িত্বে থাকা অবস্থায় বিগত বছরগুলিতে সঠিক নির্দেশনা ও নেতৃত্বের কারণে পৌর এলাকায় কোন মানুষকে ডেঙ্গুতে আক্রান্ত হতে হয়নি। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: