জগন্নাথপুরে সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলা ও নতুন কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি)

সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাংবাদিক ফোরামের প্রথম ঈদ পুনর্মিলনী এবং নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

 

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় পৌর শহরের সোনালী ব্যাংক ভবনের নিচতলায় ফোরামের নতুন কার্যালয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।

বক্তব্য রাখেন; সিনিয়র সহসভাপতি শাহ এস এম ফরিদ (দৈনিক প্রতিদিনের সংবাদ), সহসভাপতি হুমায়ুন কবির ফরিদী (আজকের বসুন্ধরা), সহসাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথ (আলোকিত সময়), অর্থ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া (সিলেট বানী), দপ্তর সম্পাদক ইকবাল হোসেন (বিজয়ের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন (খোলা কাগজ), কার্যকরী সদস্য রিয়াজ রহমান (ভোরের কাগজ), মোঃ মুকিম উদ্দিন (বাংলাদেশ খবর প্রতিদিন), দুলন মিয়া (এশিয়ার বাণী), সাধারণ সদস্য মিজানুর রহমান মিজান, সাংবাদিক মোঃ ফারুক আহমদ ও মোঃ মঈন উদ্দিন।

 

বক্তারা বলেন,“ঈদের এই মিলনমেলা শুধু আনন্দের উপলক্ষ নয়,বরং আমাদের পারস্পরিক সম্পর্ক,সহানুভূতি এবং পেশাদারিত্বকে আরও দৃঢ় করার সুযোগ। এই বন্ধনকে টিকিয়ে রাখতে হবে সারাবছর।”

 

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সাংবাদিকদের এই ফোরাম আগামীতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করে একটি শক্তিশালী সাংবাদিক ঐক্যের মডেল হয়ে উঠবে।

অনুষ্ঠানটি প্রাণবন্ত মুহূর্ত আর সৌহার্দ্যময় পরিবেশে শেষ হয়।

সিলেট প্রতিদিন/এসডি.