জগন্নাথপুরে ফিলিস্তিনের পক্ষে গর্জে উঠলো তৌহিদি জনতা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুর। সোমবার (৭ এপ্রিল) বাদ আসর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে পৌর পয়েন্টে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক তৌহিদি জনতা অংশ নেন। ‘আমরা কারা,ফিলিস্তিন ফিলিস্তিন’—এমন উদ্দীপ্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন; মাওলানা ফখর উদ্দিন, মাওলানা সৈয়দ রশিদ আহমেদ, মাওলানা আলী আহমদ, হাফিজ শাহীন আহমদ, হাফিজ মাওলানা সাঈদ আহমদ,কে এম ফয়েজ আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, ছাত্রনেতা রুহুল আমিন, রেদওয়ান হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন,“ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। বিশ্ব মুসলিমের এখনই জাগ্রত হওয়ার সময়। আজ ফিলিস্তিন, কাল আপনার দেশ—এমন হুমকির মুখে আমরা আর নিরব থাকতে পারি না।” তারা বাংলাদেশের সরকার ও মুসলিম রাষ্ট্রসমূহকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কূটনৈতিকভাবে শক্ত প্রতিবাদ জানানোর আহ্বান জানান। বক্তারা সভা থেকে আল্লাহর নামে শপথ করে ইসরায়েলি সব পণ্য বর্জনের ঘোষণা দেন। প্রতিবাদ সভায় স্থানীয় সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দৃশ্যমান ছিল। আয়োজকেরা জানান,ফিলিস্তিনের পক্ষে এই একাত্মতা প্রকাশ চলমান থাকবে যতদিন না সেখানে শান্তি ফিরে আসে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp নাগরিক সংবাদ বিষয়: JagannathpurNews updateSunamganjSylhet Pratidin