ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার,সহায়ের ব্যতিক্রমী মানবিকতা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায় (জুলুম বস্তি)’। মাত্র ৫ টাকায় ঈদ বাজার পৌঁছে দিয়েছে প্রায় ৫০০ পরিবারে। সোমবার (৩১ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ বাজার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতি পরিবারকে দেওয়া হয় সেমাই, চিনি, চাল, আলু, পেঁয়াজ, তেল, গুঁড়া দুধ, বিস্কুট ও একটি করে মুরগি—যা এক নিখুঁত ঈদ উপহারের ঝুঁড়ি হিসেবেই বিবেচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা,পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,”সহায়” ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য এক আলোকবর্তিকা হয়ে উঠেছে। সংগঠনটির উপদেষ্টা ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল এবং সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরের নেতৃত্বে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য,২০১৮ সাল থেকে ‘সহায় (জুলুম বস্তি)’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে। তাদের প্রতিটি উদ্যোগে স্পষ্ট হয়ে ওঠে—মানবতার জয় হোক,সহযোগিতাই হোক ঈদের সত্যিকারের আনন্দ। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp নাগরিক সংবাদ বিষয়: BazarEid-2025News updateSylhet PratidinThakurgaon