বড়লেখায় ও মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ হানিফ পারভেজ (বড়লেখা,মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় ৩ বছরের ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে রোববার রাত ১০টায় বড়লেখা পৌরশহরে এই বিক্ষোভ মিছিল হয়। এসময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব তামিম আহমেদ, ইউপি সদস্য কামাল আহমদ, তরুণ সমাজসেবক কয়েছ আহমদ, ছাত্র প্রতিনিধি আরাফাত আহমদ, সাইদ আহমদ শিপু, মান্না আমিন, মুন্না আহমদ ও সোয়েব আহমদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,সম্প্রতি বড়লেখায় ও মাগুরায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনা আমাদের জন্য লজ্জার। আমরা দ্রুত এই নরপশুদের ফাঁসি চাই। যাতে পরবর্তীতে কেউ আর এরকম সাহস না দেখায়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp নাগরিক সংবাদ বিষয়: MoulvibazarNews updateSylhet Pratidinধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলুনবড়লেখা