শাল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে উত্তেজনা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাদল চন্দ্র দাস-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে বাদল চন্দ্র দাস বলেন,’ঢাকা নিউজ ২৪ ডট কম অনলাইন পোর্টালে মাদকাসক্ত সেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ুন কবির,তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে’।

 

তিনি বুধবার (৫ ফেব্রুয়ারী) আরও জানান,’গত ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে ডুমরা গ্রামের পাশে পানি উন্নয়ন বোর্ডের ১১ নম্বর পিআইসি প্রকল্পে কাজ বন্ধ করার হুমকি দেয় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে হুমায়ুন কবির ও তার সহযোগীরা। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন রাত ৭টায় শাল্লা থানার ওসির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন তিনি’।

 

বাদল দাস আরও বলেন,”আমার মান-সম্মান নষ্ট করতে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে। সংবাদটিতে আমাকে মাদকাসক্ত বলা হয়েছে,যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি,প্রয়োজনে আমার রক্ত পরীক্ষা করা হোক। যদি প্রমাণিত হয়,তাহলে আমি আইনানুগ শাস্তি মাথা পেতে নেব। একইসঙ্গে হুমায়ুন কবিরের রক্ত পরীক্ষারও দাবি জানাচ্ছি।”

 

তিনি আরও বলেন,”যে অনলাইন পোর্টাল আমার বক্তব্য না নিয়েই এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে,তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

 

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির বলেন,”আমি কাজে ব্যস্ত ছিলাম। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। বাদল দাসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি নিজেই একজন সাংবাদিক হয়ে অন্য সাংবাদিকদের নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।”

 

উল্লেখ্য,বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিলেট প্রতিদিন/এসডি.