শাল্লায় নবাগত ইউএনও’র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাশ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় ইউএনও পিয়াস চন্দ্র দাশ সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “উপজেলা প্রশাসনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমে আপনাদের সহযোগিতা অপরিহার্য। শাল্লাকে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করবো।”

 

সভায় উপস্থিত ছিলেন;প্রবীণ সাংবাদিক জে সি বিশ্বাস, শান্ত কুমার তালুকদার, বকুল আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, বিপ্লব রায়, দিলোয়ার হোসাইন, শংকর ঋষি, সন্দীপন তালুকদার, কাজী বদিউজ্জামান, পংকজ দাশ, নাছির সুলতান, মানবেন্দ্র দাশ, রাজীব দেব তন্ময়, নিশিকান্ত দাস, চিন্ময় দাস, তৌফিকুর রহমান তাহেরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

 

উল্লেখ্য, পিয়াস চন্দ্র দাশ ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা এবং গত ২৭ জানুয়ারি শাল্লা উপজেলায় দায়িত্বভার গ্রহণ করেছেন।

 

সাংবাদিকরা এ মতবিনিময় সভাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, “একযোগে কাজ করলে শাল্লার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

সিলেট প্রতিদিন/এসডি.