শেরপুরে কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন

প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

তিমির বণিক:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীনের সার্বিক তত্ত্বাবধানে ২ হাজার পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন;নাসির আহমেদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, বিএনপি নেতা হেলাল আহমেদ এবং জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম রকি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ,সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং বিএনপি নেতৃবৃন্দ আব্দুল মুকিত, বকশী মিসবাউর রহমান,মুজিবুর রহমান মজনু, মনোয়ার আহমেদ রহমানসহ অন্যান্যরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েছ, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত, এবং জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সিলেট প্রতিদিন/এসডি.