কুলাউড়ায় থাকবেনা বিদ্যুৎ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় প্রকল্পের কাজের জন্য কাল শুক্রবার (৪ অক্টোবর) থেকে আগামী সোমবার (৭ অক্টোবর) পর্যন্ত বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ২ প্রকল্পের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ। তিনি জানান,’প্রকল্পের আওতাধীন ১১ কেভি লাইনের কাজের জন্য শুক্রবার ভোর ৫টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা ও কাদিপুর ফিডার,সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘাগটিয়া ফিডার এবং শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতাল ও জুড়ী ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে’। সিলেট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ২ প্রকল্পের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ আরও জানান,’শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নার্সারি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন’। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp নাগরিক সংবাদ বিষয়: