"আলোর পাঠশালা" সফলতার সাথে ৫ বছর অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ ‘আলোর পাঠশালা’র সফলতার পাঁচ বছর সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪ বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া জংশন স্টেশনের ২নং প্লাটফর্মে খোলা আকাশের নীচে ২০১৯ সালে কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যাত্রা শুরু করে “আলোর পাঠশালা” নামক বিদ্যালয়টি। সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই পাঠশালা খোলা হয়েছে। কুলাউড়া জংশনে অযথা ঘুরাফেরা ও শিশুশ্রমে নিয়োজিত এমন সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি শুক্রবার বিকেলে কুলাউড়া জংশন স্টেশনের ২নং প্লাটফর্মে এসো খেলার ছলে পড়ি, নিজেকে গড়ি এ মূলমন্ত্রকে ধারণ করে বিভিন্ন ধরনের পুরুস্কার,খেলাধুলা ইত্যাদির ব্যবস্থা রেখে পড়ালেখার প্রতি আকর্ষণ বাড়িয়ে তাদেরকে অক্ষর জ্ঞান প্রদান করে বিদ্যালয়মুখী করার লক্ষ্যেই সংগঠনটি ৫ বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আলোর পাঠশালা”-এর মুখপাত্র রুবেল হোসেন শনিবার (২৮ সেপ্টেম্বর) জানান,’আমাদের “আলোর পাঠশালা” সফলতার সাথে ৫ বছর অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কেক কাটা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান,”আলোর পাঠশালা”-এর প্রতিষ্ঠাকালীন শিক্ষক মিফতাউল ইসলামের সভাপতিত্বে ও মুখপাত্র রুবেল হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন;আলোর পাঠশালা’র প্রতিষ্ঠাকালীন মুখপাত্র মোঃ আব্দুল্লাহ আল মাছুম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্টেশন মাস্টার রুমান আহমদ,রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর রবিন খান,রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম সহ বিদ্যালয় শিক্ষকদের অভিভাবকবৃন্দ। এছাড়াও “আলোর পাঠশালা”র সদস্য ও শিক্ষক, শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমদ,তপন দাস,আবু বক্কর,ইয়াছিনুর রহমান,রাজন খান,হাবিবুর রহমান,তাসনিম আমিন রাহি,আব্দুস সামাদ,তায়েফ, শাকিব,সালমান,সৌরভ ভট্টাচার্য, আনোয়ার হোসেন,তৃষা চক্রবর্তী,তামান্না আক্তার,শিপলু সহ প্রমুখ। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: Free EducationKulaura RailwayKulaura School