সিলেট হার্ট ফাউন্ডেশনের পাশে লন্ডন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

শ‌হিদুল ইসলাম:

বাংলাদেশের অন্যতম হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠান সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উন্নয়ন ও আধুনিকায়নে সহায়তা চেয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন,ইউকে-এর উদ্যোগে লন্ডনের ব্যাকসলি এলাকার মহারাজা রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় প্রায় ৩০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক,চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সমাদ চৌধুরী জেপি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক,শিক্ষাবিদ মনসুর আহমদ খান।

 

সভায় জানানো হয়,হাসপাতালের জরুরি প্রয়োজনে দুটি হৃদরোগ সংশ্লিষ্ট উন্নত মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে,যার সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে তিন কোটি টাকা। উপস্থিত প্রবাসী অতিথিরা এই উদ্যোগে আন্তরিকভাবে সাড়া দেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আজাদ আলী ও প্রখ্যাত চিকিৎসক ডা. আলাউদ্দিন বলেন,“বাংলাদেশে হৃদরোগের রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। অথচ প্রয়োজনীয় কিছু আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেক রোগীকে ঢাকায় পাঠাতে হয়।”

 

সভায় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা এম শামসুদ্দিন,এম এ মুনিম ওবিই এবং সমাজসেবী খছরু খান,আব্দুল মুকিত চৌধুরী,জাকির চৌধুরী,শেরওয়ান কামালি প্রমুখ।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই স্থায়ী দাতা সদস্য (Permanent Donor Member) ও সাধারণ সদস্যপদ গ্রহণ করেন। আলোচনায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এ ধরনের সভা আয়োজনের প্রস্তাবও সর্বসম্মতভাবে গৃহীত হয়।

 

সভায় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন আশিক চৌধুরী, মো. আব্দাল মিয়া,সাঈদ মাসুক আহমদ,রেজাউল করিম মৃধা, ফারহান মাসুদ খান সহ অনেকে।

 

সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ও অনুপম নিউজ টোয়েন্টিফোর-এর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী সভার শেষাংশে উপস্থিত সকল অতিথি ও দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের এই উদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সভা শেষে এক নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সিলেট প্রতিদিন/এসডি.