লোহাগাড়ার দুর্ঘটনায় আহতদের জন্য মানবতার হাত বাড়ালো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

সত্যজিৎ দাস:

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৮ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের মধ্যে আহতদের শনাক্ত করতে না পারায়,সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম তাদের চিকিৎসার দায়িত্ব নেয়

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক রাজ মল্লিক দুর্ঘটনার খবর জানানোর পরপরই ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় টিম সক্রিয় হয়। সবুজ দাস গুপ্ত সহ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী জীবন মিত্র রাজ তাৎক্ষণিকভাবে সৌরভ প্রিয় পাল,বিশ্বজিৎ দত্ত,বাপ্পী দে ও সুকান্ত তালুকদার জুয়েলের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত সময়ের মধ্যে তারা হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

 

সৌরভ প্রিয় পালের তত্ত্বাবধানে আহত দুইজনের চিকিৎসার সমস্ত খরচ ফ্রি করা হয় এবং তাদের জন্য জরুরি রক্তের ব্যবস্থা করা হয়। বর্তমানে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের টিম সার্বক্ষণিকভাবে আহতদের পাশে থেকে প্রয়োজনীয় সেবা প্রদান করছে।

 

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সৌরভ প্রিয় পাল বলেন, “এটা শুধু স্বেচ্ছাসেবী কাজ নয়,মানবিক দায়িত্ব। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাই,যেন এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো যায়।”

 

ফাউন্ডেশনের আরেক স্বেচ্ছাসেবক জীবন মিত্র রাজ বলেন,  “আমাদের টিম দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই কাজ করছে। আমরা আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রতিনিয়ত তদারকি করছি। এমন বিপর্যয়ের মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানাই।”

 

আহত রোগীদের জন্য আইসিইউ বেড ম্যানেজ করে দেওয়ার জন্য চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। এছাড়া, দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যা বিশ্বাসের জন্য রক্তদান করেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক রাজমেন দে

 

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম দুর্ঘটনার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। আহতদের সুস্থতায় এবং নিহতদের আত্মার শান্তির জন্য সবাইকে একযোগে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

 

এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার পরিচয়। সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

সিলেট প্রতিদিন/এসডি.