“উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন”-এর মানবিক ইফতার আয়োজন

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি):

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ মার্চ) রমজানের পবিত্রতা উপলক্ষে কোরেশী বাড়িতে আয়োজিত এ মাহফিলে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা ছফির আলম কোরেশী,প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

 

আলোচনায় রোজার গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরেন মাওলানা শাহজামাল,মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা বদরুল ইসলাম। অনুষ্ঠানের শেষাংশে মোনাজাত পরিচালনা করেন শ্রীধরপাশা সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমদ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন,ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমাজ উন্নয়নে অব্যাহত থাকবে। প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী জানান,”আমাদের মূল লক্ষ্য মানব কল্যাণে কাজ করা। মানবতাই প্রকৃত ধর্ম—এই আদর্শে আমরা এগিয়ে চলেছি।”

ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মাহফিলটি একটি সামাজিক মিলনমেলায় পরিণত হয়।

সিলেট প্রতিদিন/এসডি.