টিজেসি’র নতুন নেতৃত্ব;সভাপতি রুমান ও সাধারণ সম্পাদক ঢালী সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫ নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার উত্তরায় অনুষ্ঠিত টেলিভিশন সাংবাদিক ক্লাব লিমিটেড (টিজেসি)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আশরাফ হোসেন ঢালী। চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমান শনিবার (১৮ জানুয়ারি) জানান;’গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) ক্লাবের সাধারণ সভা শেষে ভোট গ্রহণের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ম. শেফায়েত হোসেন,যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে সহায়তা করেন সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক অপরাধ বার্তার সম্পাদক মোঃ আবু তাহের। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা:- ১) সিনিয়র সহ-সভাপতি: শামীম আহমেদ রাজু (মোহনা টেলিভিশন)। ২) সহ-সভাপতি: কাসাস মোঃ মিরাজ (এশিয়ান টেলিভিশন)। ৩) যুগ্ম সাধারণ সম্পাদক: জালাল হোসেন চৌধুরী। ৪) সাংগঠনিক সম্পাদক: শাহজালাল জুয়েল (মাই টিভি)। ৫) কোষাধ্যক্ষ: তরিকুল ইসলাম তারেক (আরটিভি)। ৬) দপ্তর সম্পাদক: মাহমুদুল হাসান সবুজ (বাংলা টেলিভিশন)। ৭) প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ হানিফ হৃদয়। ৮) নির্বাহী সদস্য: মোঃ আনোয়ার সোহেল।’ নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান রুমান তার বক্তব্যে বলেন,“সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন,অধিকার রক্ষা এবং টেলিভিশন সাংবাদিকতার উৎকর্ষে কাজ করতে এই কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।” সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ঢালী বলেন, “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় আমরা একসঙ্গে কাজ করবো। সংগঠনটি হবে সাংবাদিকদের জন্য আস্থার জায়গা।” সাধারণ সভায় সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণের পর সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন। টেলিভিশন সাংবাদিক ক্লাব লিমিটেড সাংবাদিকদের ঐক্যের প্রতীক হিসেবে গড়ে উঠেছে,যা এ নির্বাচন আরও একবার প্রমাণ করেছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp বিশেষ প্রতিবেদন বিষয়: DhakaJournalist CommunityNews updateSylhet PratidinTv