রানীশংকৈলে থানার আয়োজনে দোয়া ও ইফতারে সম্প্রীতির মিলনমেলা

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

হাসিনুরজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি)

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানা পুলিশের উদ্যোগে এক হৃদয়স্পর্শী দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার থানার কার্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শফিউল মাজলুবিন রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রানীশংকৈল, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম ও মুসল্লিগণ।

 

আলোচনার শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এই মাহফিল সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য,সম্প্রীতি ও সম্পৃক্ততা গড়ে তোলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।

সিলেট প্রতিদিন/এসডি.