উমরা মিয়া কোরেশী মাদ্রাসায় কিরাত সমাপ্তি ও বিদায়ী মিলনমেলা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫ মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে অবস্থিত উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসায় কিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আঞ্জুমানে তাহাফ্ফুজে দ্বীন সুনামগঞ্জ-এর তত্ত্বাবধানে পরিচালিত এ শাখা কেন্দ্রের আয়োজনে উক্ত আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন অমৃত এবং সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার মুহতামীম ও শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমদ। পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করে অনুষ্ঠান শুরু করে মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ও জুনেদ আহমদ কোরেশী,ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও মাদ্রাসার কোষাধ্যক্ষ জাকুয়ান আলম কোরেশী,সাধারণ সম্পাদক মাহবুব আলম কোরেশী মাসুম, রুমেন আহমদ,মৌলভী ইসরাইলসহ আরও অনেকে। অনুষ্ঠানে জামাতে সুরা থেকে জামাতে খামিছ পর্যন্ত তাজবীদ, কিরাত,হামদ ও নাত প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাতে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন,মাদ্রাসা কমিটি,ছাত্র-ছাত্রী,ক্বারী-ক্বারিয়াগণ এবং মুর্দেগানদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হুসাইন আহমদ। আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এ বিদায়ী আয়োজনটি উপস্থিত সকলের হৃদয়ে এক স্মরণীয় মুহূর্ত হয়ে রয়ে যায়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp ধর্ম ও জীবন বিষয়: IslamJagannathpurNews updateRamadanSunamganjSylhet Pratidin