রমজানে তাকওয়া অর্জনে খেলাফত মজলিসের আলোচনা ও ইফতার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল। শনিবার (২৯ মার্চ) বিকেলে মোহাম্মদগঞ্জ বাজারে ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুল আলম শামরান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মৌলভী মুহা. শামসুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা সৈয়দ শাহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সহ-সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাবেক নির্বাহী সদস্য হাফিজ আব্দুস ছামাদ, উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি আকমল হুসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শান্জি গঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শায়খ হুসাইন আহমদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ প্রমুখ। বক্তারা বলেন,মাহে রমজান শুধুমাত্র উপবাসের মাস নয়; বরং এটি আত্মশুদ্ধি, আত্মসংযম এবং তাকওয়া অর্জনের এক অপূর্ব সুযোগ। এই মাসে আত্মিক উন্নয়ন ও নেক আমলের মাধ্যমে একজন মুসলমান তার ভেতরের মানুষটিকে গড়ার সুযোগ পায়। রোজা কেবল অনাহার নয়, বরং সকল পাপাচার থেকে নিজেকে দূরে রাখা এবং আল্লাহভীতিকে অন্তরে ধারণ করাই রমজানের মূল শিক্ষা। ইফতারের পূর্বে মুনাজাত পরিচালনা করেন মুফতি আকমল হুসাইন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp ধর্ম ও জীবন বিষয়: IslamJagannathpurNews updateRamadanSunamganjSylhet Pratidin