নব নেতৃত্বে যুব মজলিস,ওসমানীনগরে কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

হেলাল আহমদ:

সিলেটের ওসমানীনগর উপজেলায় ইসলামী যুব মজলিসের উদ্যোগে যুব কাউন্সিল ২০২৫ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৫টায় গোয়ালাবাজারস্থ DTLV IELTS Centre ও এডুকেয়ার কোচিং সেন্টারের হলরুমে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; মাওলানা ময়নূল ইসলাম মশকুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হওয়া এই কাউন্সিলে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে মনোনীত হন মাওলানা ময়নূল ইসলাম মশকুর এবং সেক্রেটারি হিসেবে মাওলানা নিজাম উদ্দিন আরিফী। তাদের পরামর্শক্রমে ২১ সদস্যের উপজেলা নির্বাহী কমিটি গঠন করা হয়। বাকি দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে আসন্ন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে।

 

সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন; উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা শুয়াইব আহমদ,জেলা যুব মজলিসের অফিস ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা আনিসুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আফজল হুসাইন প্রমুখ।

 

উল্লেখযোগ্যভাবে,যুব মজলিসের সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব মাওলানা শামসুল ইসলাম,ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলার সভাপতি সোহান আহমদ এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ইফতার ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সিলেট প্রতিদিন/এসডি.