বালাগঞ্জে দারুল ক্বিরাতের সমাপনী,পুরস্কার বিতরণ ও মানবিক সহায়তা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫ হেলাল আহমদ (বালাগঞ্জ প্রতিনিধি): সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনস্থ হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া মাদ্রাসা শাখায় দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) মাদ্রাসার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান কারী মাওলানা শ.ম. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বালাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল গফুর খালিছাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;দারুল ক্বিরাত পরিচালনা কমিটির বালাগঞ্জ উপজেলা অফিস সহকারী সিরাজুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক কবির আহমদ,মো. নাজিম মিয়া এবং আল ইসলাহ বালাগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাকিল ইননে খায়ের,হাফিজ কারী শেখ মো. সাইদুল ইসলাম,হাফিজ জুবায়ের আহমদ প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্র আদিল আহমদ, ইসলামি সংগীত পরিবেশন করেন বুশরা আহমেদ মিরা এবং শানে ফুলতলি উপস্থাপন করেন; মারজান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে ফলাফল ঘোষণা এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ,পায়জামা-পাঞ্জাবি ও বোরকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়,দারুল ক্বিরাত কার্যক্রম আরও সম্প্রসারিত করে মাদ্রাসাটিকে একটি পূর্ণাঙ্গ আলিয়া মাদ্রাসায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে। সবশেষে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে,যেখানে মাদ্রাসার দাতা সদস্য,দানশীল ব্যক্তিবর্গ এবং এলাকার মৃত মুরব্বিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp ধর্ম ও জীবন বিষয়: BalaganjIslamNews updateRamadanSylhet Pratidin