কালীগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের ইফতার ও রমজান বিষয়ক আলোচনা সভা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

হেলাল আহমদ (বালাগঞ্জ প্রতিনিধি):

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রমজানের শিক্ষা,আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারে এর গুরুত্ব তুলে ধরা হয়।

 

শাখা সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাবের আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;খেলাফত মজলিস কালীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা জাবেদ আহমদ, হোসেন আহমদ ও মুজিবুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সিলেট প্রতিদিন/এসডি.