আত্মশুদ্ধির আহ্বানে ছাত্র মজলিসের আলোচনা ও ইফতার

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

হেলাল আহমদ (বালাগঞ্জ প্রতিনিধি):

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোডাক্টিভ রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

 

বুধবার (২৬ মার্চ) গালিমপুর হুরুন্নেচ্ছা খানম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র রমজানের ফজিলত, আত্মশুদ্ধি ও সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং ছাত্র মজলিস বালাগঞ্জের সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;বালাগঞ্জ উপজেলা ছাত্র মজলিস সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সেক্রেটারি হেলাল আহমদ, খেলাফত মজলিস কালীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা জাবেদ আহমদ এবং এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় শাখার ছাত্র মজলিস সভাপতি এমদাদুল হক

 

এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ সাদিকুর রহমান,আজিজুর রহমান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আলোচনা পর্ব শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাত্র মজলিসের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে পুরো আয়োজনটি ছিল ধর্মীয় ভাবগম্ভীরতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে ভরপুর।

সিলেট প্রতিদিন/এসডি.