বালাগঞ্জে পূর্ব পৈলনপুর খেলাফত মজলিসের ইফতার মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

হেলাল আহমদ (বালাগঞ্জ প্রতিনিধি):

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) জালালপুর আলী মার্কেট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক,ধর্মীয় এবং সামাজিক ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; ইউনিয়ন শাখার সভাপতি মো. ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক রুমন আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন;বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিছবা উদ্দিন মিছলু,সাধারণ সম্পাদক মাওলানা কবি মীম হুসাইন,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া, মুফতী জাকারিয়া জাকির,হেলাল আহমদ,মো. মুজাহিদুল ইসলাম,মো. জমির উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা ইসলামিক মূল্যবোধ ও আদর্শিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পবিত্র রমজান মাসে সংযম,সহনশীলতা ও একতা বজায় রাখার আহ্বান জানান।

 

আলোচনা শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সিলেট প্রতিদিন/এসডি.