মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা:আওয়ামী লীগকে দুষলেন ফারুক হাসান

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি):

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, “বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজি,মামলাবাজি বা মাদকবাজি দেখতে চায় না।” তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের নেতারা এলাকায় মাদকের বিস্তার ঘটিয়েছে এবং ছোট ছোট বাচ্চাদেরও মাদকাসক্ত বানিয়েছে।”

বুধবার (৩ এপ্রিল) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ফারুক হাসান বলেন,”নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য মহামূল্যবান সম্পদ। তাকে কাজে লাগাতে ব্যর্থ হলে তা হবে দেশের জন্য এক কালো অধ্যায়।”

 

ফারুক হাসান আরও বলেন,”বিগত সরকারের অনেক নেতা সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। ভবিষ্যতে কোনো মাদক ব্যবসায়ী ছাড় পাবে না।”

 

তিনি বলেন,”জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।”

 

ফারুক হাসানের বক্তব্য নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,তার এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করবে।

সিলেট প্রতিদিন/এসডি.