জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপির প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫ মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল) বিকাল ৩টায় স্থানীয় ডায়মন্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর। ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন;নবগঠিত জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আব্দুস সোবহান। তিনি বলেন,“ঈদ পুনর্মিলনী কেবল আনন্দ উদযাপনের জন্য নয়,এটি আমাদের ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের শক্তিশালী সংহতির প্রতীক।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. সাদিকুর রহমান নান্নু এবং যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ। তারা সংগঠনের ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: ১) আবু তালেব,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,জগন্নাথপুর উপজেলা বিএনপি। ২) আব্দুস ছালাম,কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা। ৩) জহিরুল ইসলাম লেবু,যুগ্ম আহ্বায়ক,উপজেলা যুবদল। ৪) সেলিম আহমদ,সভাপতি,কলকলিয়া ইউনিয়ন যুবদল। ৫) কামরুল হাসান লিটন ও রোকন মিয়া,সহ-সভাপতি, কলকলিয়া ইউনিয়ন যুবদল। ৬) ফিরোজুল হক,সভাপতি,কলকলিয়া ইউনিয়ন ছাত্রদল। ৭) জুনাইদ আহমেদ জুনেদ,সহ-সাংগঠনিক সম্পাদক,সিলেট মহানগর ছাত্রদল। আলোচনায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির আয়োজনের পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন; আব্দুল হক, আব্দুল মতিন, আজিজুল হক আজিবুল, মিঠন আহমেদ, নূরুল হক, আব্দুল খলিল, আনোয়ারুল হক, মোজাফফর আলী লিটন, মিজানুর রহমান, আব্দুর রহিম, আকিল মিয়া, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একতা বৃদ্ধি করেছে। সবাই দলীয় আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp রাজনীতি বিষয়: BNPEid-2025JagannathpurNews updateSunamganjSylhet Pratidin