বড়লেখায় জামায়াতের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ হানিফ পারভেজ (বড়লেখা প্রতিনিধি): মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল। সোমবার (২৪ মার্চ) পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন;বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, “নৈতিকতা, আদর্শ ও ঈমানী শক্তির সমন্বয়ে গড়া একটি সমাজই হতে পারে শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি। এজন্য প্রয়োজন কর্মীদের আদর্শিক শিক্ষা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;জেলা জামায়াতের শুরা-কর্ম পরিষদের সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আমীর মো. আজির উদ্দিন, বিয়ানীবাজার জামায়াতের আমীর ফয়জুর রহমান এবং বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুস সবুর। এছাড়া আরও উপস্থিত ছিলেন;উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াত সভাপতি রবিউল ইসলাম সুহেল এবং ছাত্রশিবির শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু। প্রোগ্রামের শুরুতে দুপুর ২টায় কুরআন থেকে তাফসিরমূলক দারস পেশ করেন জেলা শুরা-কর্ম পরিষদের সদস্য মাওলানা আব্দুল হক। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠান শেষে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ ও কর্মীরা। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp রাজনীতি বিষয়: BraralekhaJamaat-ShibirMoulvibazarPolitical NewsSylhet Pratidin