রাণীশংকৈলে বিএনপির ইফতার মাহফিল:নেতাদের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি): শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় রাণীশংকৈল পৌর যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকেলে রাণীশংকৈল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিন মিলারের ছেলে ফিরোজের মহলবাড়ি চাটালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী। মাহফিলে সভাপতিত্ব করেন মুক্তারুল ইসলাম মুক্তার, সঞ্চালনায় ছিলেন আব্দুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।” এ সময় বক্তৃতা দেন; পৌর যুবদলের আহবায়ক কামরুল হুদা, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিন্টু, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মঈন আলী, সাধারণ সম্পাদক কামাল, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক আরশাদ আলী, সহ-সভাপতি জামাল, পৌর যুবদলের সদস্য গুলজার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিন, এবং পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সকলেই একত্রিত হয়ে বিএনপির নেতাদের সুস্থতা, দীর্ঘায়ু ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। এ অনুষ্ঠানটি ছিলো দলীয় ঐক্য ও নেতাদের প্রতি দলের সদস্যদের সমর্থনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp রাজনীতি বিষয়: BNPNews updateSylhet PratidinThakurgaon