যায় লঙ্কায়,সেই হয় রাবণ; বদিউর সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫ নিউজ ডেস্ক: গণ-অভ্যুত্থানের দিনলিপির পাশাপাশি বিগত সরকারের ১৬ বছরের নিপীড়ন-নির্যাতনের চিত্র সংরক্ষণ করতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি গণমাধ্যমে এক টকশোতে এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন,”এরা যে বললো চিন্হ রাখবে না গণভবনের,গণভবনকে জাদুঘর বানাবে। গণভবন কি কারো বাপের সম্পত্তি ? তিনি আরও বলেন,’জাদুঘর তো শাহবাগেই আছে,ওখানেই আরেকটু এক্টেনশন করার যেতে পারে। তিনি মন্তব্য করেন;” যে যায় লঙ্কায়,সেই হয় রাবণ “। উল্লেখ্য,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp রাজনীতি বিষয়: BangladeshDhakaNews updatePolitical NewsSheikh HasinaSylhet Pratidin