প্রথম বাংলাদেশি নাইটহুড: শেখ ওবিই সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫ শহিদুল ইসলাম (বিশেষ প্রতিবেদক): যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা শেখ অলিউর রহমান ওবিই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফিলিপাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘নাইটহুড’ ও আন্তর্জাতিক শান্তি পুরস্কার ‘পিস অ্যাওয়ার্ড’ গ্রহণ করে দেশের ইতিহাসে এক অনন্য স্থান অর্জন করেছেন। তাঁর এই অর্জনে তিনি ফিলিপাইনের ঐতিহ্যবাহী নাইটহুডের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে নাম করেছেন,যেখানে পূর্বে হেনরি কিসিঞ্জার,স্পেনের রাজা ডন জুয়ান কার্লোস,আনোয়ার ইব্রাহিম এবং ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেসিকের মত আন্তর্জাতিক স্বীকৃত ব্যক্তিত্বেরা ছিলেন। লন্ডনের শীর্ষস্থানীয় বিলাসবহুল চা কোম্পানির গ্রুপ চেয়ারম্যান হিসেবে সফলতা অর্জনের পাশাপাশি,শেখ ওবিই শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য গ্লোবাল ফেয়ার পে চার্টার প্রতিষ্ঠা করে জাতিসংঘসহ আন্তর্জাতিক নেতাদের স্বীকৃতি লাভ করেছেন। ২০২৪ সালের মে থেকে তাঁর উদ্যোগে ১৪টি দেশে শ্রমিক বেতনে উন্নতি সাধিত হয়েছে,যার মাধ্যমে ৫০ লাখেরও বেশি শ্রমিক উপকৃত হয়েছেন। ফিলিপাইন সরকার ৯ ফেব্রুয়ারি ২০২৫-এ ম্যানিলায় তাঁকে নাইটহুডের মর্যাদা প্রদান করে,আর মাত্র দুদিন পূর্বে ৭ ফেব্রুয়ারি তিনি সিনো ফিল এশিয়া আন্তর্জাতিক শান্তি পুরস্কার গ্রহণ করেন। সিলেটের কৃতিত্বময় সন্তান হিসেবে,শেখ ওবিই চা শিল্পের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও শ্রমিক কল্যাণের ধারাবাহিক প্রচেষ্টায় নতুন অধ্যায়ের সূচনা করেছেন। বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে তাঁর উদ্যোগে তৈরি হতে যাওয়া মডেল চা বাগান দেশের চা শিল্পকে বিশ্বমানের উদাহরণে পরিণত করবে বলে আশা করা হচ্ছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: AwardInternationalNews updatePhilippineSylhetSylhet Pratidinপ্রথম বাংলাদেশি নাইটহুড