Russia-Ukraine:রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ভূমিমাইন দিতে সম্মত হলেন বাইডেন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ভূমিমাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন একটি প্রতিরক্ষা কর্মকর্তা, যিনি নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে এই তথ্য জানিয়েছেন । ওই কর্মকর্তা আরও বলেন যে, এগুলো শীঘ্রই ইউক্রেনে পাঠানো হবে। ওয়াশিংটনের আশা, মাইনগুলো ইউক্রেনের ভূখণ্ডে ব্যবহার করা হবে। যখনই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ায় হামলার জন্য বাইডেন ইউক্রেনকে অনুমতি দিয়েছেন এমন খবর এসেছে, তখনই গত রাতে উভয় দেশ তাদের নিজ দেশগুলোর ভৌগোলিক অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলার কথা জানিয়েছে। একই সাথে, কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, তারা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে, কারণ ‘২০ নভেম্বর একটি সম্ভাব্য বিমান হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে’। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: অনুমতি