Israel Attack: লেবাননে বিষ্ফোরণের দায় স্বীকার করল ইসরায়েল সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর পেজার বিষ্ফোরণের দায় ইসরায়েল স্বীকার করেছে। রবিবার (১০ই নভেম্বর) ইসরায়েল সরকারের মুখপাত্র ওমর দোস্তরি এই তথ্যটি নিশ্চিত করেন। হিজবুল্লাহর সদস্যরা এই পেজারগুলো ব্যবহার করত নিজেদের মধ্যে যোগাযোগের জন্য। এএফপির প্রতিবেদন মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষ্ফোরণের অনুমোদন দিয়েছিলেন। ওমর দোস্তরি বলেন, নেতানিয়াহু লেবাননে পেজার বিষ্ফোরণে অনুমতি দিয়েছিলেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে লেবাননে বিষ্ফোরণে প্রায় ৪০ জন নিহত ও ৩ হাজারেরও অধিক মানুষ আহত হন। উক্ত ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হয়। ৭ই অক্টোবর, ২০২২ তারিখে হামাসের বিরুদ্ধে ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। ২০২২ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরো বাড়িয়েছে। এই হামলার মূল উদ্দেশ্য দক্ষিণ লেবানন এবং সীমান্তে এই গোষ্ঠীর যুদ্ধক্ষমতা দুর্বল করা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে ইসরায়েলি হামলায় অন্তত ৩,১৩৬ জন নিহত এবং ১৩,৯৭৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী ও ১৯৪ জন শিশু রয়েছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়:
২০২২ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরো বাড়িয়েছে। এই হামলার মূল উদ্দেশ্য দক্ষিণ লেবানন এবং সীমান্তে এই গোষ্ঠীর যুদ্ধক্ষমতা দুর্বল করা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে ইসরায়েলি হামলায় অন্তত ৩,১৩৬ জন নিহত এবং ১৩,৯৭৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী ও ১৯৪ জন শিশু রয়েছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি