Iran and Soudi: সৌদি আরব ও ইরানের সামরিক সম্পর্ক জোরদারের চেষ্টা! সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ও ইরানের সম্পর্ক আবারও ভালো হতে যাচ্ছে। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তেহরান সফরে যাচ্ছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান ফায়াজ বিন হামেদ আল রাভিলি। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের জনসংযোগ বিভাগের ঘোষণা অনুযায়ী এটা নিশ্চিত করা হয়। এছাড়াও আরও জানানো হয় যে, সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দলও থাকবেন। সৌদি সেনাবাহিনীর জেনারেল ফায়াজ বিন হামেদ আল রাভিলি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বৈঠকে যোগ দিতে তেহরানে পৌঁছাবেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির সাথে সাক্ষাৎ করবেন। সৌদির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ রাভিলি এবং মেজর জেনারেল বাকেরির মধ্যে দ্বিপাক্ষীয় এবং প্রতিরক্ষা বিষয়ক আলোচনা হবে। সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ রাভিলি এবং মেজর জেনারেল বাকেরির মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হবে। ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে এই দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। দেশ দুটির মধ্যে ধীরে ধীরে সম্পর্ক ভালো হচ্ছে। সূত্র : পার্সটুডে সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: