TikTok Banned: কানাডা সরকার বন্ধ করল টিকটকের কার্যালয় সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার সরকার জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে টিকটকের কার্যালয় বন্ধ করে দিয়েছে। দেশটির শিল্পমন্ত্রী জানিয়েছেন, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের চীনা মালিকানা নিয়ে উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার স্পষ্ট করে দিয়েছে যে, এখনই দেশটিতে টিকটক অ্যাপ ব্যবহার বন্ধ করা হচ্ছে না। কানাডা সরকার জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা জানিয়েছেন, টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের চীনা মালিকানা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তবে মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, এই সিদ্ধান্তের ফলে কানাডার নাগরিকরা টিকটক ব্যবহার বা কনটেন্ট তৈরি করতে বাধা পাবেন না। তিনি বলেছেন, কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করবেন, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। এর আগে ভারত, আফগানিস্তান, ইরানসহ বিভিন্ন দেশে টিকটক নিষিদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্রেও টিকটক নিষিদ্ধ করার জন্য কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: