300K Votes: সাবরিনা মার্কিন নির্বাচনে ৩ লাখ ভোটার নিবন্ধনে সাহায্য করেছেন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪ বিনোদন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে সাবরিনা কার্পেন্টার ৩৫,৮১৪ জন ভোটারকে সরাসরি নিবন্ধন করেছেন। এছাড়াও, আরও ২,৬৩,৮৭ জন ভোটারের নিবন্ধনের পেছনে তাঁর অবদান রয়েছে। মার্কিন চলচ্চিত্র জগতের একটি প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম, ভ্যারাইটি, এই তথ্য প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে সংগীতশিল্পীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করা হেডকাউন্ট সংস্থার মতে, সাবরিনা একক শিল্পী হিসেবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধনে সহায়তা করেছেন। তাঁর ‘শর্ট অ্যান্ড সুইট’ ট্যুরের মাধ্যমে তিনি ২৭ হাজারেরও বেশি নতুন ভোটার নিবন্ধন করেছেন। আরিয়ান গ্রান্ডের মতো অন্য জনপ্রিয় গায়িকাও এই কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। সাবরিনা কার্পেন্টার বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের অন্যতম। তাঁর গান ‘এসপ্রেসো’ মাত্র কয়েক দিনের মধ্যে বিশ্বের ২০টি দেশের টপ চার্টে শীর্ষস্থান দখল করে। এমনকি, এই গানটি স্পটিফাইতে এক বিলিয়নবার বেশিবার শোনা হয়েছে। তাঁর এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ, তিনি ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’-এর তালিকায় স্থান পেয়েছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: