Israel’s Threats: ইসরায়েলের হুমকি, নাইম কাশেমের নেতৃত্ব ক্ষনস্থায়ী হবে বলে দাবি সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের শক্তিশালী শিয়া সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাইম কাশেমকে নির্বাচিত করা হওয়ার পর ইসরায়েল তাঁর নেতৃত্বকে “সাময়িক” বলে উল্লেখ করে হুমকি দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, “নাইম কাশেমের নিয়োগ সাময়িক, দীর্ঘস্থায়ী নয়।” এর মাধ্যমে ইসরায়েল স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা হিজবুল্লাহর নতুন নেতৃত্বকে সহ্য করবে না। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ইসরায়েল হিজবুল্লাহর আগের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছিল। এই ঘটনার পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। এক্সে(টুইটারের) ইসরায়েলের সরকারি অ্যাকাউন্টে করা একটি পোস্টে বলা হয়, নাইম যদি হাসান নাসরুল্লাহ ও হাশেমের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে হিজবুল্লাহর প্রধান হিসেবে তার মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে। লেবাননে হিজবুল্লাহর ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করার সতর্কবাণীও দেয়া হয় ঐ পোস্টে। গত সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর, সংগঠনের নতুন নেতা হিসেবে নাইম কাশেমকে নির্বাচিত করা হয়েছে। তবে, তাঁর নেতৃত্ব যাত্রা সহজ হবে না। নাঈম কাশেম হিজবুল্লাহর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং দীর্ঘদিন সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে কাজ করেছেন। তিনি ১৯৯১ সাল থেকে সংগঠনের উপপ্রধান ছিলেন। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর তিনিই সংগঠনের নেতৃত্ব গ্রহণের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছিলেন। তবে, লেবাননের অনেকেই মনে করেন যে, নাঈম কাশেমের মধ্যে হাসান নাসরুল্লাহর মতো কারিশমা নেই। হাসান নাসরুল্লাহ একজন খুবই জনপ্রিয় নেতা ছিলেন এবং তিনি হিজবুল্লাহকে একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক সংগঠনে পরিণত করেছিলেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: