গতি বাড়াতে সাগরের গভীর দিয়ে কেবল সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২১ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও উত্তর আমেরিকায় সাগরের নিচ দিয়ে কেবল সংযোগ করবে। তাদের সহায়তা করবে গুগল ও স্থানীয় টেলিকমিউনিকেশন সংস্থা। এতে করে ওই অঞ্চলে ইন্টারনেট সংযোগ আরও শক্তিশালী হবে। ইকো ও বাইফ্রস্ট নামে কেবল দুটি জাভা সাগর দিয়ে যাবে। ফেসবুক ভাইস প্রেসিডেন্ট কেভিন সালভেদরি রয়টার্সকে এসব তথ্য জানিয়েছে। কর্মকর্তারার জানান, কেবলগুলো উত্তর আমেরিকা ও ইন্দোনেশিয়াকে যুক্ত করে। সালভেদরি বলেন, ইকো তৈরি করছে গুগল ও ইন্দোনেশীয় টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটা। ২০২৩ সালে এই কাজ শেষ হবে। আর বাইফ্রস্ট তৈরি করেছে টেলিন ও কেপেল। ২০২৪ সালে কাজ শেষ হবে এই কেবলের । িইন্দোনেশিয়ার ২৭ কোটি জনসংখ্যার ৭৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। তাদের বেশিরভাগ মোবাইলে। মাত্র ১০ শতাংশ ব্রডব্যান্ড ব্যবহার করে। ফলে সেখানে মোবাইল ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক জানায়, তারা ইন্দোনেশিয়ায় ২০ টি শহরে ৩ হাজার কিলোমিটার ফাইবার ব্যবহার করবে। সূত্র: হিন্দুস্তান টাইমস গতি বাড়াতে সাগরের গভীর দিয়ে কেবল নিচ্ছে ফেসবুক ও গুগল সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও উত্তর আমেরিকায় সাগরের নিচ দিয়ে কেবল সংযোগ করবে। তাদের সহায়তা করবে গুগল ও স্থানীয় টেলিকমিউনিকেশন সংস্থা। এতে করে ওই অঞ্চলে ইন্টারনেট সংযোগ আরও শক্তিশালী হবে। ইকো ও বাইফ্রস্ট নামে কেবল দুটি জাভা সাগর দিয়ে যাবে। ফেসবুক ভাইস প্রেসিডেন্ট কেভিন সালভেদরি রয়টার্সকে এসব তথ্য জানিয়েছে। কর্মকর্তারার জানান, কেবলগুলো উত্তর আমেরিকা ও ইন্দোনেশিয়াকে যুক্ত করে। সালভেদরি বলেন, ইকো তৈরি করছে গুগল ও ইন্দোনেশীয় টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটা। ২০২৩ সালে এই কাজ শেষ হবে। আর বাইফ্রস্ট তৈরি করেছে টেলিন ও কেপেল। ২০২৪ সালে কাজ শেষ হবে এই কেবলের । িইন্দোনেশিয়ার ২৭ কোটি জনসংখ্যার ৭৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। তাদের বেশিরভাগ মোবাইলে। মাত্র ১০ শতাংশ ব্রডব্যান্ড ব্যবহার করে। ফলে সেখানে মোবাইল ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক জানায়, তারা ইন্দোনেশিয়ায় ২০ টি শহরে ৩ হাজার কিলোমিটার ফাইবার ব্যবহার করবে। সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: