Yash new movie ‘Toxic’:যশের ‘টক্সিক’ মুক্তির তারিখ পিছিয়ে গেল! সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪ যশের ‘টক্সিক’ মুক্তির তারিখ পিছিয়ে গেল! বিনোদন ডেস্কঃ কন্নড় সিনেমার সুপারস্টার যশের নতুন ছবি ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে এক অপার উন্মাদনা চলছে। তবে দুঃখজনক হলেও সত্য, এই অপেক্ষার অবসান আরও কিছুটা দেরি হবে। কারণ, আগামী এপ্রিলে মুক্তির কথা থাকলেও ‘টক্সিক’ ছবি আর সেই তারিখে মুক্তি পাচ্ছে না। ‘কেজিএফ’ সিরিজের অভূতপূর্ব সাফল্যের পর যশের জনপ্রিয়তা চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার প্রত্যেক ছবিই দর্শকদের কাছে অধীর আগ্রহের বিষয়। ‘টক্সিক’ ছবির ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। কিন্তু ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় তার অনুরাগীরা হতাশ হয়েছেন। যশ নিজেই জানিয়েছেন যে, ছবিটির শুটিং শুরুর আগেই তাড়াহুড়ো করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। তাই ছবির মান বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ সম্পর্কে তিনি এখনই কিছু বলতে চাননি। উল্লেখ্য, ‘টক্সিক’ ছবিতে যশের সঙ্গে নয়নতারা, কিয়ারা আদভানি এবং হুমা কুরেশিও অভিনয় করছেন। এই মেগা বাজেটের ছবিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপক হবে। অস্কার ও জাতীয় পুরস্কারজয়ী VFX সংস্থা ডিএনইজি ছবিটির ভিজুয়াল ইফেক্টসের কাজ করছে। যশের অনুরাগীদের জন্য এই খবর হতাশাজনক হলেও, ছবিটির মান বজায় রাখার জন্য এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp বিনোদন বিষয়: