KGF-3 Update:কেজিএফ থ্রির প্রতীক্ষায় দর্শক, যশের মুখে সুখবর! সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪ ছবিঃ রকিভাই,কেজিএফ বিনোদন ডেস্কঃ দক্ষিণী সিনেমার সুপারস্টার যশের রকি ভাইয়ের চরিত্রে দর্শকরা মন্ত্রমুগ্ধ। ‘কেজিএফ’ সিরিজের দুইটি কিস্তি বক্স অফিসে রেকর্ড ভেঙে দিয়েছে। স্বাভাবিকভাবেই দর্শকরা এখন ‘কেজিএফ থ্রি’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই অপেক্ষার অবসান ঘটিয়ে এক সাক্ষাৎকারে যশ নিজেই জানিয়েছেন যে, ‘কেজিএফ থ্রি’ সিনেমা নিয়ে কাজ চলছে। তিনি বলেন, “আমি ও প্রশান্ত নীল (পরিচালক) বিষয়টি নিয়ে আলোচনা করি। বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। বড় আয়োজনের সিনেমাটিতে আমাদের পুরো মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।” যশ আরও বলেন, “যা খুশি তাই বানিয়ে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই না আমরা। দর্শকদের আমরা ভালোবাসি, কারণ তারাও আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তাই তো এমন কিছু বানাতে চাই যেন দর্শকরাও গর্ব করে। এটি কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।” বর্তমানে যশ ‘টক্সিক’ ও ‘রামায়ণ’ নামে দুটি প্রকল্পে ব্যস্ত থাকলেও, ‘কেজিএফ থ্রি’ তার মনের মধ্যে রয়েছে। তিনি জানিয়েছেন, ‘কেজিএফ থ্রি’-কে একটি কাল্ট সিরিজ হিসেবে আরও উন্নত করতে চান এবং দর্শকদের জন্য সেরা উপহার দিতে চান। এখন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘কেজিএফ থ্রি’-এর অফিশিয়াল ঘোষণার। যশের এই মন্তব্য দর্শকদের আশাবাদ বাড়িয়েছে যে, শীঘ্রই তারা পর্দায় আবার রকি ভাইকে দেখতে পাবেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp বিনোদন বিষয়: