মৌলভীবাজারে শীতের দাপট;শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল-সন্ধ্যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা বেড়েছে,তবে কুয়াশার দাপট সকালবেলা থাকলেও,সন্ধ্যাবেলা নেই। ফলে যানবাহন চলাচলে কোনো সমস্যা হয়নি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান জানান,’শ্রীমঙ্গলে গত কয়েক দিন ধরে শীতের দাপট চলছে, বিশেষ করে রাতের সময় তাপমাত্রা কমে শীত আরও বেশি অনুভূত হচ্ছে’।

 

শীতের কারণে চা-বাগানের শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষদের কাজের জন্য খুব সকালে ঘর থেকে বের হতে হচ্ছে,যার ফলে তারা বিপাকে পড়ছেন

সিলেট প্রতিদিন/এসডি.