ঢাকাসহ ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি গতির ঝড়ের শঙ্কা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫ নিউজ ডেস্ক: দেশের আবহাওয়া পরিস্থিতি হঠাৎই পরিবর্তনের পথে। আবহাওয়া অধিদপ্তর জানায়,আজ রোববার (৬ এপ্রিল) সন্ধ্যার পর রাজধানী ঢাকাসহ অন্তত ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই ঝড় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে এসে অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। ঝড়ো হাওয়ার আশঙ্কা যেসব জেলায়: ১) ঢাকা। ২) রাজশাহী। ৩) পাবনা। ৪) বগুড়া। ৫) যশোর। ৬) কুষ্টিয়া। ৭) খুলনা। ৮) ফরিদপুর। ৯) টাঙ্গাইল। ১০) কুমিল্লা। এইসব এলাকায় নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। অধিদপ্তর থেকে পরামর্শ দেওয়া হয়েছে, ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের সময় ঘরের বাইরে না যেতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য। এছাড়া,দেশের ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল ও পটুয়াখালী জেলার পাশাপাশি রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগেও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে শিশু,বৃদ্ধ ও অসুস্থদের জন্য বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অফিসের পরামর্শ: ১) বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলুন। ২) বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন । ৩) পর্যাপ্ত পানি পান করুন এবং ছায়াযুক্ত পরিবেশে থাকার চেষ্টা করুন। দেশজুড়ে হঠাৎ ঝড়-বৃষ্টি এবং উত্তপ্ত আবহাওয়ার এই রূপান্তর প্রমাণ করছে—প্রাকৃতিক আবহাওয়া কত দ্রুত বদলে যেতে পারে। তাই সচেতন থাকুন,সতর্ক থাকুন। আধুনিক আবহাওয়ার বাস্তবতায় আমাদের প্রস্তুতিই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আবহাওয়া বিষয়: BangladeshNews updateSylhet PratidinWeather news