শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা;কাঁপছে জনজীবন

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এর আগে ভোর ৬টায় ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি। শুক্রবার একই সময়ে রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

তীব্র শীতের সঙ্গে কুয়াশা ও হিমেল বাতাসে শ্রীমঙ্গলের জনজীবন কার্যত স্থবির। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছেন না। কিন্তু দিনমজুর,কৃষক এবং চা-বাগানের শ্রমিকরা জীবিকার তাগিদে বাধ্য হচ্ছেন ভোরেই কাজে বের হতে। বিশেষ করে হাওরপাড়ের বোরো চাষি ও নিম্নআয়ের মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান শনিবার (১৮ জানুয়ারি) জানান,’টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী,তাপমাত্রা আরও কমতে পারে’।

চলমান শীতের প্রকোপে সবচেয়ে বিপাকে পড়েছেন খোলা জায়গায় কাজ করা মানুষ। তাদের জন্য প্রতিদিনের এই শীত যেন টিকে থাকার চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সিলেট প্রতিদিন/এসডি.