বিদ্যা ও বসন্তের বন্দনা;সরস্বতী পূজার শুভ নির্ঘন্ট

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

সত্যজিৎ দাস:

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাঙালি ঘরে ঘরে উদযাপন করবে সরস্বতী পূজো। বিদ্যা,সংগীত ও শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনা উপলক্ষে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ পূজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

শুভ মুহূর্ত ও তিথিঃ-

এই বছর শ্রী পঞ্চমী তিথি শুরু হবে ২ ফেব্রুয়ারি দুপুর ১২:২০ মিনিটে এবং শেষ হবে ৩ ফেব্রুয়ারি দুপুর ১২:৩৫ মিনিটে । উদয়া তিথি অনুসারে ৩ ফেব্রুয়ারি পূজার জন্য শুভ দিন ধরা হয়েছে।

 

পূজার শুভ মুহূর্তঃ-

১) সকাল ৭:১২ থেকে দুপুর ১২:২৫ পর্যন্ত।

২) বসন্ত পঞ্চমীর মধ্যাহ্ন ক্ষণ দুপুর ১২:৪০।

 

সরস্বতী পূজোকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি স্কুল-কলেজে তৈরি করা হচ্ছে দেবীর প্রতিমা ও বিশেষ মণ্ডপ। শিক্ষার্থীরা হলুদ পোশাক পরে দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। অনেক প্রতিষ্ঠানেই সাংস্কৃতিক অনুষ্ঠান,আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

 

পূজার আচার ও মন্ত্রঃ-

সরস্বতী পূজোর দিন ছাত্র-ছাত্রীরা বই,খাতা,কলম ও বাদ্যযন্ত্র দেবীর চরণে অর্পণ করে আশীর্বাদ কামনা করবে।

 

পুষ্পাঞ্জলি মন্ত্রঃ-

ওঁ জয় জয় দেবী চরাচরসারে,  

কুচযুগ-শোভিত মুক্তাহারে।  

বীণারঞ্জিত পুস্তক হস্তে,  

ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।”

এই মন্ত্র তিনবার উচ্চারণ করে পুষ্পাঞ্জলি প্রদান করতে হয়।

 

বিভিন্ন অঞ্চলে উদযাপনঃ-

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সরস্বতী পূজো অত্যন্ত আড়ম্বরের সাথে পালিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে পূজোর পাশাপাশি গৃহস্থ বাড়িতেও সরস্বতীর আরাধনা করা হয়।

১) পশ্চিমবঙ্গঃ- সর্বত্র পূজার আয়োজন, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানে।

২) বাংলাদেশঃ- স্কুল-কলেজে পূজার পাশাপাশি ঘরোয়া পূজাও ব্যাপকভাবে পালিত হয়।

৩) উত্তর ভারতঃ ‘বসন্ত পঞ্চমী’ নামে পালিত হয়, এদিন হাতেখড়ি করানো হয়।

৪) দক্ষিণ ভারতঃ- “আয়ুধ পূজা” নামে পরিচিত, যেখানে শিল্পীরা তাদের বাদ্যযন্ত্র ও বই পূজো করেন।

 

বসন্ত পঞ্চমীর মাহাত্ম্য:

সরস্বতী পূজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি **বিদ্যা, শিক্ষা ও সংস্কৃতির প্রতীক। এই দিনে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটে, ফুল ফোটে, পাখির কূজনে চারপাশ মুখরিত হয়। শাস্ত্র মতে,এই দিনেই দেবী সরস্বতী আবির্ভূতা হয়েছিলেন**।

 

সরস্বতী পূজোর তাৎপর্য:

ক) শিক্ষার্থীদের জন্য বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ কামনার দিন।

খ) সাংস্কৃতিক চর্চার অন্যতম শ্রেষ্ঠ উৎসব।

গ) নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পূজো সংস্কৃতি তুলে ধরার সুযোগ।

 

২০২৫ সালের সরস্বতী পূজো অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। এদিন শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ কামনা করে পুষ্পাঞ্জলি অর্পণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিদ্যা ও জ্ঞানের এই পূজোয় সবাই একত্রিত হয়ে দেবী সরস্বতীর কৃপা লাভের প্রার্থনা করবে।

সংক্ষিপ্ত তথ্য:

তারিখ: ৩ ফেব্রুয়ারি,২০২৫ (রবিবার)।

বাংলা তারিখ: ২০ মাঘ, ১৪৩১।

তিথি: বসন্ত পঞ্চমী।

তিথি শুরু: ২ ফেব্রুয়ারি দুপুর ১২:২০।

তিথি শেষ: ৩ ফেব্রুয়ারি দুপুর ১২:৩৫।

শুভ মুহূর্ত: সকাল ৭:১২ – দুপুর ১২:২৫।

বিশেষ আচার: পুষ্পাঞ্জলি,হাতেখড়ি,বই ও বাদ্যযন্ত্র পূজা

সিলেট প্রতিদিন/এসডি.