সিলেটে ধেয়ে আসছে কালবৈশাখী: ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির শঙ্কা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫ নিউজ ডেস্ক: সিলেট বিভাগে আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে ২৪ মার্চ সকাল পর্যন্ত কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিডব্লিউওটি জানিয়েছে,এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয়,যার ফলে দিনের বেশির ভাগ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে অকস্মাৎ পশ্চিম দিক থেকে কালো মেঘের আনাগোনা শুরু হবে, দমকা হাওয়া বইবে, বজ্রপাতসহ বৃষ্টি নামবে,এরপর দ্রুতই আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে সিলেট ও খুলনা বিভাগে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। কিছু এলাকায় ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে,তবে কিছু অঞ্চলে এই পরিমাণ ৫০ মিলিমিটার বা তার বেশি হতে পারে। সতর্কতা ও করণীয়ঃ– ১) বজ্রপাতের সময় খোলা জায়গা ও উঁচু স্থান এড়িয়ে চলুন। ২) কৃষকদের উচিত ফসল দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে ফেলা, কারণ শিলাবৃষ্টি হলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। ৩) যাত্রী ও চালকদের মহাসড়কে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে,কারণ ঝড়ের কারণে সড়কপথে বিপত্তি ঘটতে পারে। ইতোমধ্যে সিলেটের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট,যা আগামী কয়েকদিনে আরও তীব্র হতে পারে। তাই সবার উচিত সতর্ক থাকা এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের ওপর নজর রাখা। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আবহাওয়া বিষয়: News updateSylhetSylhet PratidinWeather news