Israeli attack: ইরানের ৪ সেনা নিহত হল ইসরায়েলি হামলায় সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ ২৬ অক্টোবর ভোরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক ঘাঁটিতে ৪ সেনা নিহত হয়েছেন এবং কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আক্রমণের জবাবে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা। ইরানের সদরদপ্তরের বিবৃতি অনুযায়ী, ইলাম, খুজেস্তান এবং তেহরান প্রদেশে অবস্থিত ঘাঁটিগুলোতে হামলা হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হামলাগুলো তেমন প্রভাব ফেলতে পারেনি তবে কিছু রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানের ৪ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলি হামলাগুলো ইরানের উত্তর, পূর্ব ও দক্ষিণের স্থাপনা লক্ষ্য করে চালানো হলেও আসল কেন্দ্র ছিল তেহরান, এমনটাই জানিয়েছে আল জাজিরার প্রতিবেদক। ইরানের আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোনগুলো ছিল ইসরায়েলের আসল টার্গেট। ইরানে বিমান চলাচল বর্তমানে স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএও)। এদিকে, গত ৭ ই অক্টোবর থেকে ইরান এবং তার মিত্রদের চালানো হামলার জবাব জানানো ইসরায়েলের কর্তব্য বলে জানিয়েছে দেশটির মুখপাত্র ড্যানিয়েল হাগারি। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: