Barrister Suman arrested:ব্যারিস্টার সুমন গ্রেফতার, বিস্তারিত জানুন

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪
জাতীয় ডেস্কঃ

গতকাল (সোমবার) রাতে মিরপুর মডেল থানা পুলিশ  ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেন।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে থানায় আসামিকে রাখার মতো কোনো উপযুক্ত জায়গা নেই। এই কারণে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়ার আগে ব্যারিস্টার সুমন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানান যে, তিনি পুলিশের সাথে যাচ্ছেন এবং আদালতে দেখা হবে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট ২৪ বাংলা/বিডিবি