বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ হানিফ পারভেজ (বড়লেখা,মৌলভীবাজার): বড়লেখা ক্রিকেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ,অভিষেক ও ইফতার মাহফিল শনিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় এবি সিদ্দিকী দুলালকে সভাপতি,কবির হোসেন টিপুকে সিনিয়র সহসভাপতি,জাহেদ আহমদকে সাধারণ সম্পাদক, জামিল আহমদকে সাংগঠনিক সম্পাদক,আক্তার হোসেনকে প্রচার সম্পাদক,তাওহিদ সারওয়ার মুন্নাকে কোষাধ্যক্ষ,এম সারোয়ার হোসাইনকে দপ্তর সম্পাদক,আবু তাহেরকে ক্রীড়া সম্পাদক ও কামরুজ্জামান মুক্তাকে শিক্ষা ও প্রকাশনা সম্পাদক করে ৭৭ সদস্যের ক্রিকেটার্স এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র বাংলাদেশ প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু। রেজাউল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব,মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপ্তাহিক বড়কন্ঠ সম্পাদক রশীদ আহমদ খান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু,বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ময়নুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির হোসেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp খেলাধুলা বিষয়: CricketMoulvibazarNews updateSylhet Pratidinবড়লেখা