Pakistan-Zimbabwe:পাকিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে লড়াই: ঐতিহাসিক প্রেক্ষাপট সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪ খেলাধুলা-ডেস্কঃ পাকিস্তান ও জিম্বাবুয়ে দুটি দলের মধ্যে এক দীর্ঘদিনের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। ৬৩টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। সাধারণত পাকিস্তান এই প্রতিদ্বন্দ্বিতায় জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে থাকে। ২০২০ সালে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত একটি ম্যাচে দুই দলের মধ্যে টাই হয়েছিল। সুপার ওভারে জিম্বাবুয়ে জয় পেলেও, ম্যাচের ফলাফল টাই হিসেবেই রেকর্ড করা হয়েছিল। এই টাই ম্যাচ সহ, পাকিস্তান ৬২টি ম্যাচে ৫৪টিতে জিতেছে, তিনটি ম্যাচ টাই হয়েছে এবং জিম্বাবুয়ে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছে। তবে, সম্প্রতি জিম্বাবুয়ে পাকিস্তানকে একটি বড় ধাক্কা দিয়েছে। ২০১৫ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। বুলাওয়েতে অনুষ্ঠিত এই ম্যাচে বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে জিম্বাবুয়ে ৮০ রানে জয় পেয়েছে। জিম্বাবুয়ে সফরে পাকিস্তানের ওয়ানডে সিরিজের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮০ রানে হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৪০.২ ওভারে ২০৫ রানে অলআউট হয়। তাদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রিচার্ড এনগারাভা। পাকিস্তানের পক্ষে আগা সালমান ও অভিষিক্ত ফয়সাল আকরাম তিনটি করে উইকেট নেন। ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। মাত্র ২১ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটির অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হিসাব করলে দেখা যায়, পাকিস্তান জয় থেকে ৮০ রান দূরে। এই জয়ের ফলে সিরিজে ১-০ এ এগিয়ে গেছে পাকিস্তান। সিলেট ২৪ বাংলা/বিডি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp খেলাধুলা বিষয়: