Argentina vs Paraguay: শেষ মুহূর্তের গোলে প্যারাগুয়ে হারালো আর্জেন্টিনাকে সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪ খেলাধুলাঃ ম্যাচের শুরুতেই লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু খেলার গতিপরিবর্তন ঘটে আন্তোনিও সানাব্রিয়ার চমকপ্রদ বাইসাইকেল কিকের মাধ্যমে। এরপর ওমর আলদেরেতের গোলে প্যারাগুয়ে জয় নিশ্চিত করে। এই হারে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের পথ আরও কঠিন হয়ে পড়েছে। বিশ্বকাপ বাছাইয়ের একটি নাটকীয় ম্যাচে আর্জেন্টিনা শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে। ম্যাচের একাদশ মিনিটেই লাউতারো মার্টিনেজের একটি চমৎকার গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। কিন্তু প্যারাগুয়ে দারুণ ফিরে আসে এবং আন্তোনিও সানাব্রিয়ার অসাধারণ একটি গোল এবং ওমর আলদেরেতের আরেকটি গোলে ম্যাচ জিতে নেয়। এই হারের ফলে আর্জেন্টিনার বিশ্বকাপের যাত্রা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। আর্জেন্টিনা মাত্র ১১ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়ে ম্যাচে একটি দুর্দান্ত সূচনা করে। তবে এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৮ মিনিট পর প্যারাগুয়ের গুস্তাভো গোমেসের জোরালো হেড শট ক্রসবারে লেগে ফিরে আসে। আর্জেন্টিনার ভাগ্য এবার তাদের সাহায্য করে, কিন্তু খেলায় আরও নাটকীয়তা যোগ করতে দেরি হয়নি। ম্যাচের ১৯তম মিনিটে আন্তোনিও সানাব্রিয়া এক অবিশ্বাস্য বাইসাইকেল কিকে জাল খুঁজে পেয়ে প্যারাগুয়েকে সমতা এনে দেয়। গুস্তাফো ভেলাসকেসের ক্রসে এই গোলটি এমিলিয়ানো মার্টিনেজের জন্য রোধ করা অসম্ভব ছিল। বল পোস্ট ঘেঁষে জালে গিয়ে লাতিন আমেরিকার দর্শকদের উল্লাসে ফেলে দেয়। আর্জেন্টিনা ২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ পায়। মোলিনার একটি চমৎকার ক্রসে বল পেয়ে লিওনেল মেসি শট করার চেষ্টা করে, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। বিরতি থেকে ফিরে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ৪৭তম মিনিটে গুস্তাভো গোমেসের একটি ফ্রি কিকে ওমর আলদেরেতে ডাইভিং হেডে বল জালে জড়িয়ে প্যারাগুয়েকে এগিয়ে দেয়। এই গোলটি ম্যাচের ফলাফল নিশ্চিত করে। ম্যাচে পিছিয়ে পড়ার পর বল দখলেও পিছিয়ে যায় আর্জেন্টিনা। চাপে থাকা মেসিদের তখন আরো চেপে ধরে প্যারাগুয়ে। তার পরও ৭৯তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তাতে আর ম্যাচে ফেরা হয়নি তাদের। হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা কলম্বিয়ার সামনে সুযোগ আছে পয়েন্টের দিক থেকে তাদের পাশে বসার। এদিকে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp খেলাধুলা বিষয়: