Pakistan Cricket Team:পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন। সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ খেলাধুলাঃ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী এক বছরের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন এনেছে। রোববার প্রকাশিত নতুন তালিকায় ২৫ জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চুক্তি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন চুক্তিতে অনেক নতুন মুখ দেখা গেলেও অনেক সিনিয়র ক্রিকেটার বাদ পড়েছেন। তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা আবারও এ- ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো পেসার শাহিন শাহ আফ্রিদির অবনতি। গত মৌসুমে এ- ক্যাটাগরিতে থাকা শাহিনকে এবার বি- ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, হারিস রুউফকে বি- থেকে সি- ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে, আবার অনেক সিনিয়র খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর শান মাসুদকে ডি ক্যাটাগরি থেকে উন্নীত করে বি ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ ইরফান খান এবং উসমান খান এই প্রথম কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন। তাদের এই সাফল্যে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। হাসান আলি, ইফতেখার আহমেদ, ফখর জামান এবং সরফরাজ আহমেদের মতো সিনিয়র খেলোয়াড়রা এইবারের চুক্তিতে জায়গা পাননি। অন্যদিকে, গত মৌসুমে ডি ক্যাটাগরিতে থাকা মোহাম্মদ নওয়াজ, শাহনওয়াজ দাহানি, ফাহিম আশরাফ, ইহসানুল্লাহ, মোহাম্মদ হারিস, উসামা মীর এবং জামান খানও চুক্তি থেকে বাদ পড়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পরিবর্তনের মাধ্যমে দলে নতুন রক্ত যোগ করতে চায়। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি, তারা দলের পারফরম্যান্স উন্নত করতে চায়। ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের তালিকা: ক্যাটাগরি এ (সর্বোচ্চ): বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ক্যাটাগরি বি: নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ক্যাটাগরি সি: আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা, সউদ শাকিল, শাদাব খান ক্যাটাগরি ডি (নূন্যতম): আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান বিশ্লেষণ: ক্যাটাগরি এ: এই ক্যাটাগরিতে পাকিস্তানের দুই সেরা ব্যাটসম্যান বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে রাখা হয়েছে, যারা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ক্যাটাগরি বি: এই ক্যাটাগরিতে তিনজন দ্রুতগতির বোলার এবং একজন ব্যাটসম্যানকে রাখা হয়েছে। ক্যাটাগরি সি: এই ক্যাটাগরিতে অলরাউন্ডার এবং বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলারদের রাখা হয়েছে। ক্যাটাগরি ডি: এই ক্যাটাগরিতে মূলত তরুণ এবং উদীয়মান খেলোয়াড়দের রাখা হয়েছে, যাদের উপর ভবিষ্যতে দলের ভার দেওয়া হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে দেশের ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার চেষ্টা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা হবে এবং দলের সামগ্রিক পারফরম্যান্স উন্নত করার লক্ষ্য রাখা হয়েছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: