Bangladesh Won: এশিয়া কাপের শুরুতেই বাংলাদেশের জয় সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪ খেলাধুলা ডেস্ক: আজ (১৮ই অক্টোবর শুক্রবার) থেকে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমেই ব্যাট করতে নেমে বাবর হায়াতের ৮৫ রানের সুবাদে হংকং জাতীয় দল মোট ১৫০ রান করে। বাংলাদেশের অধিনায়ক আকবরের নেতৃত্বে ১০ বল এবং ৫ উইকেট হাতে রেখেই লাল-সবুজের প্রতিনিধিরা হংকংকে হারিয়েছে। প্রথমে ফিল্ডিং এ নেমে বাংলাদেশ ‘এ’ দলের রিপন মন্ডল ও মাহফুজুর রহমান রাব্বিরা বোলিংয়ে শুরু থেকেই হংকংয়ের ব্যাটারদের চাপে ফেলে দেন। রিপন দলীয় মাত্র ৯ রানেই পরপর ফেরান ওপেনার জিশান আলি ও আনশি রাথকে।। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত ৬৫ রান নেন । পরবর্তীতে নিজাকাতকে বোল্ড করেন মাহফুজ রাব্বি। এর পরের ওভারেই রাকিবুল হাসান ফেরান এইজাজ খানকে। এরপর নিয়মিত বিরতিতে বার বার উইকেট হারাতে থাকে হংকং।। বাবর শেষদিকে আউট হওয়ার আগে ৬১ বলে ২টি চার ৭টি ছক্কায় ৮৫ রান করেন। ২০ ওভারে হংকং ৮ উইকেটে মোট ১৫০ রান তোলে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন পেসার রিপন মন্ডল এবং মাহফুজ, রাকিব, আবু হায়দার রনি ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নেন। বাংলাদেশের শুরুটা ধীরগতির হলেও পরে তাতে গতি বাড়ান পারভেজ হোসেন ইমন। জিশান আলমের (১১) বিদায়ে তাদের ওপেনিং জুটি ভাঙে ৩২ রানে। এরপর সাইফ হাসান ফেরেন মাত্র ৫ রান করে। ২৮ রান করে বাউন্ডারিতে ক্যাচ দেন ইমন। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে তাওহীদ হৃদয় এবং অধিনায়ক আকবর আলি মিলে ৫৪ রানের জুটি গড়েন। হৃদয় ২২ বলে ২৯ রান করেন। দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ফিফটির নিকট দূরত্বে আউট হন আকবরও। ২৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায় তিনি মোট ৪৫ রান করেছেন। শেষে শামীম পাটওয়ারির নেয়া ১৯ এবং মাহফুজ রাব্বির নেয়া ৮ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশ এর। সিলেট ২৪ বাংলা/বিডিবি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: